Tuesday, March 8, 2016

নারী দিবসে বিশ্বের সকল নারীকেই শুভেচ্ছা।

একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও আমাদের শুনতে হয় নারীদের একটা দিবস আছে। 
যেদিন তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। আমার ঘরের মা ও নারী পাশের ছোট্ট বোনটা ও নারী। 
কই কখনো তো মনে হয় না এরা চিড়িয়া খানার চিড়িয়া? এরা তো আমারই মতো তাই না? 
হ্যা এটা ঠিক আমাদের সমাজের কিছু পিশাচ শ্রেণির মানুষ নারীকে ভোগ্যপণ্য হিসাবে দেখে, 
তাদের দৃষ্টিতে দাসী বান্দি যেন নারীই। নারীর সম্মান যেন বাজার এ পাওয়া সস্তা পুটির মত। যার পরিবর্তন জরুরী। 
তবে এটা অন-স্বীকার্য এই পিশাচ শ্রেণির সংখ্যা আধুনিকতার চাকায় কমার বদলে বেড়ে চলেছে। যার জন্য শুধু ওই পুরুষই দায়ী না অনেকাংশে দায়ী নারী নিজেই। 
নারী সৌন্দর্য স্বর্গ হতে আগত আর স্বর্গের যা কিছু তাতে তো আকর্ষন থাকাটা স্বাভাবিক। 
তাই হয়তো ইসলাম নারীর পর্দা বাধ্যতামূলক করেছে। 
কিন্তু আজ আধুনিকতার নামে নারী মিডিয়ার অনুসারী হয়ে যা করছে তা সভ্য সমাজের যে কোন পুরুষের দৃষ্টি-ভঙ্গী পরিবর্তনে বাধ্য।
 বোন বলি-কি পথ চলতে তোমার একজন বন্ধু দরকার ঠিক আছে কিন্তু বয়ফ্রেন্ড নামক যে ফ্রেন্ডটাকে তুমি পাশে নিলে আগেই বোঝা উচিৎ নয়কি যে এ কোনদিন তোমার জীবন সঙ্গী হবেনা, আর তোমার যা অলৌকিক তার দাবীদার এ না তোমার জিবন সঙ্গী।
 যে শরিয়ত মোতাবেক তোমার কাছে আসবে।
 একে তুমি বয়ফ্রেন্ড হিসাবে না নিয়ে ভাই হিসাবে নিলে কি দোষ ছিল?
 সে রাজি হতোনা এইতো? সেখানেই তো তুমি তোমার উত্তর পেয়ে যেতে। তাইনা? 
আর অধিকারের প্রশ্নে তো তুমি সবার উপরে কারন তুমি মায়ের জাত। নিজেকে প্রিয়ার জাত না ভেবে মায়ের জাত ভেবে পথ চলো কারন তুমি একজনেরই প্রিয়া আর সবার মা অথবা বোন।
 আর তুমি যার প্রিয়া তাকে খোজার দায়ীত্ব তোমার না তার জন্য তোমার অভিভাবক রয়েছে।
 নারী অধিকার মানে এই নয় যে তুমি পার্কে, সিনেমায়, ডিসকোতে আধুনিকতার নামে তোমার বয় ফ্রেন্ডকে নিয়ে আর দশটা পুরুষের সামনে বেহায়াপানায় মত্ত হও?
 নারী অধিকার মানে এই নয় যে রাতের আধারে তোমার আর দশটা হাত বদল হোক।
 নিজেই নিজের অস্তিত্ব কে কেন মুল্যহীন করছো? 
নারী অধিকার মানে এই নয় যে তুমি প্রায় উলঙ্গ হয়ে রাস্তাই হাটবে আর তোমার দিকে কেউ লোলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না? 
বোন, শয়ে শয়ে হাজারে বিজারে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাটা বন্ধ করো সর্বপরী দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করো জীবন ই বদলে যাবে।
 সুন্দর আগামি গড়তে অবশ্যই একজন পুরুষের পাশে তোমাকে দরকার। 
নারী দিবসের শুভেচ্ছান্তে কোন এক নারীর ভাই।






পোষ্টটির ফেসবুক লিংক:

No comments:

Post a Comment