Tuesday, October 25, 2016

The post I read more and more..

যাঁর আদীম তাড়নায় আমার জন্ম হয়েছিলো, তিনি আমার পিতা ছিলেন ।
আমি ভোগযোগ্যা হ'য়ে সমর্পিত হবার পর এই শিশুটির জন্ম হলো, একই ভাবে ।
একে ভোগযোগ্যা ক'রে গড়ে তোলার দায়িত্বটুটু সম্পূর্ণই আমার, অন্য কারও দায়িত্ববোধ না থাকলেও এ যখন পরিপূর্ণ ভোগযোগ্যা হবে তখন এর ভোক্তার অভাব হবে না ! ভোক্তার অভাব কখনো-ই হয়না, না চাইলেও পাওয়া যায়, কিন্তু অবলম্বন ? চাইলেই হবে ?? শর্ত আছে !!!
আমি নারী । আমাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, সভ্যতার ভীত গড়তে হবে............, কোনও রূপ শর্ত ছাড়াই । কিন্তু একটু খানি আশ্রয় আর অবলম্বন ? চাইলেই হবে ? শর্ত আছে, আমি যে নারী !!!