Thursday, June 15, 2017

মহাবিশ্ব সৃষ্টির রহস্য

এই মহাবিশ্বের সবচাইতে রহস্যময় সৃষ্টি হল মহাবিশ্ব নিজেই।মহাবিশ্বের সৃষ্টির আদিকাল থেকেই মানব সম্প্রদায় এটাই নিয়ে চিন্তিত যে মহাবিশ্ব কী বা মহাবিশ্ব সৃষ্টির রহস্যটা কী? কোনো কিছু সৃষ্টি তার রহস্যের সবচাইতে বড় রহস্য।আর প্রত্যেক রহস্যের এক সমাধান আছে।কিন্তু যে রহস্যের সমাধান নেই তা আরও রহস্যময়। অন্তত আমি এটাই মনে করি।আমার মতে একটি দাড়িপাল্লার এক পাশে মহাবিশ্ব আর এক পাশে মহাবিশ্বের রহস্য রাখা হয় তাহলে আমি ডেম সিওর যে মহাবিশ্বের সৃষ্টির দিকটাই বেশি ভারি হবে। সাধারণত আমরা অংকে যখন কোনো নতুন সূত্র প্রয়োগ করি তখন আমাদের মধ্যে সেই নতুন সূত্রটির প্রতিপাদন বা সূত্রটি কিভাবে আসলো তা জানতে খুব আগ্রহী থাকি।তেমনি মহাবিশ্ব নিয়ে মানব সম্প্রদায় যতটা আগ্রহী তারা তার থেকে বেশি আগ্রহী এর সৃষ্টির রহস্য নিয়ে। মহান আল্লাহ তাআলা কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেন নি। প্রত্যেক সৃষ্টির পিছনে রয়েছে কোনো না কোনো বিশেষ কারন।আমার এই কথা শুনে কিছু নাস্তিকভাবাপন্ন মানুষ অলরেডি ভাবা শুরু করে দিছে যে কি কি পৃথিবীতে আছে যা কোনো কাজের না বা যার কোনো দরকার নাই।কিন্তু আমি ডেম সিওর যে তারা এমন কিছু পাবেন না।

মহান সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন তার সব কিছুরি কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে।যদি পৃথিবীর কথা করি তাহলে বলা যেতে পারে যে এতা সৃষ্টির কারণ হল এই যে,যাতে মানব সম্প্রদায় বসবাস করতে পারে। এখন আমার প্রশ্ন হল কি সেই উদ্দেশ্য যার কারণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে।আর কি ভাবেই বা সৃষ্টি হয়েছে? আমাদের কাছে মানে বিজ্ঞানীদের কাছে এর উত্তর আছে।কিন্তু সেই উত্তর দিয়ে পাশ করা গেলেও ভাল রেজাল্ট করা যাবে না।তাই আমাদের বেশি বেশি পড়ালেখা করতে হবে মানে মহাবিশ্বকে জানতে বা জানার চেষ্টা করতে হবে।কিন্তু তা আমরা পারছি না কারন আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। এখন যদি আমি ভাবি যে মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য হল এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী।মানে হল অন্যান্য গ্রহতে প্রাণীর বসবাসের জন্য এত গ্রহের সৃষ্টি আর তাই মহাবিশ্বের সৃষ্টি।মহান আল্লাহ তাআলা এমনি এমনি এত বড় মহাবিশ্ব সৃষ্টি করেন নি।নিশ্চয় এর পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে।ধরি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণী নেই তাহলে কি মহান আল্লাহ তাআলা পারতেন না শুধু মাত্র পৃথিবী এবং শক্তির জন্য সূর্য সৃষ্টি করতে।কারণ এর বাইরে আমাদের আর তেমন কিছু লাগে না।তাহলে কেন মহাবিশ্ব সৃষ্টি হল? আর কি কারণে সৃষ্টি হল? এই সব প্রশ্ন ও যুক্তি কারো কারো মাথা নষ্ট করে দেবে আর কেও কেও আমাকে পাগল ভাববে।কিন্তু আমি পাগল না আরা পাগল হলেও আমি বিজ্ঞানের পাগল আমি যুক্তিবিদ্যার পাগল। আচ্ছা আমরা যখন ম্যাচের কাঠি দিয়ে ম্যাচে ঘষা দেই তখন আগুন সৃষ্টি হয় কেন? তখন কেন পানি সৃষ্টি হয় না? আবার বলতে পারেন যে এক অণু অক্সিজেন আর দুই অণু হাইড্রোজেন নিয়ে পানি হয়।তাহলে এখন প্রশ্ন কেন আগুন সৃষ্টিতে এক অণু অক্সিজেন আর দুই অণু পানি লাগে না? এর একটাই উত্তর প্রাকৃতিক নিয়ম।কিছু কিছু প্রশ্ন আছে যার সর্বশেষ উত্তর হল প্রাকৃতিক নিয়ম। ঠিক তেমনি ভাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য, রহস্যই থেকে যাবে। আর এই রহস্যের উত্তর কোনো দিন মিলবে কিনা এতে আমার ঘোর সন্দেহ রয়েছে। হয়তো প্রকৃতিই চায় না যে এই রহস্যের সমাধান হক।

{শাহীন শাহরিয়ার}