Monday, January 9, 2017

Important notice for Internet browser

সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের ইন্টারনেটে ধীরগতি
সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইংরেজি নববষের্র শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ইন্টারনেটের গতি কিছুটা ধীরগতিসম্পন। এর প্রকৃত কারণ তুলে ধরার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আশা করছি, আপনাদের স্বনামধন্য সংবাদমাধ্যমে প্রচারের মাধ্যমে দেশবাসীর কাছে আপনারা বিষয়টি তুলে ধরবেন
সুপ্রিয় বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দৈনিক ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪০০ জিবিপিএস অতিক্রম করেছে। এই ৪০০ জিবিপিএসের মধ্যে ১২০ জিবিপিএস আমরা বিএসসিসিএলের মাধ্যমে পাই, ২৮০+ জিবিপিএস ব্যবহৃত ইন্টারনেট আইটিসি ব্যান্ডউইথ যা ভারত থেকে আমদানি করা হয়। অর্থাৎ মোট ব্যান্ডউইথের ৭৫ শতাংশের বেশি ইন্টারনেট আইটিসি দিয়েই আসে। ভারত থেকে দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে আইটিসি ব্যান্ডউইথ সরবরাহ করে যারা হলো টাটা কমিউনিকেশন ভারতি এয়ারটেল
i2i নামক একটি সাবমেরিন টেলিকমিউনিকেশন ক্যাবল দ্বারা সিঙ্গাপুরের সঙ্গে ভারত যুক্ত। এই ক্যাবলের মালিকানায় রয়েছে ভারতের ভারতি এয়ারটেল লিমিটেড। এই ক্যাবলে জোড়া ফাইবার রয়েছে যার মধ্য দিয়ে . টেরাবাইট/সেকেন্ড ব্যান্ডউইথ সঞ্চালন সম্ভব। কিন্তু চেন্নাইয়ের সমুদ্রতীর থেকে ৪০ কি.মি. দূরবর্তী স্থানে ক্যাবলটি কাটা পড়ার কারণে গত ১৩ ডিসেম্বর, ২০১৬ রাত :০০টা থেকে ক্যাবলটি অকেজো রয়েছে
টাটা ইনডিকম ক্যাবল (TIC) নামে আরও একটি সাবমেরিন ক্যাবল দ্বারা সিঙ্গাপুরের সঙ্গে ভারত সংযুক্ত রয়েছে যেটি টাটা ইনডিকম ইন্ডিয়া-সিঙ্গাপুর ক্যাবল সিস্টেম নামেও পরিচিত। ,১৭৫ কি.মি. দীর্ঘ এই ক্যাবলটি ভারতের চেন্নাই সিঙ্গাপুরের চাঙ্গি মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটিতেও জোড়া ফাইবার রয়েছে যা ৬৪*১০ জিবিপিএস টেকনোলজি দ্বারা তৈরি। এটি .১২ টেরাবাইট/সেকেন্ড ব্যান্ডউইথ পরিবহনে সক্ষম। এটির শতভাগ মালিকানা টাটা কমিউনিকেশন্সের। গত জানুয়ারি রাত ০১.০০টা থেকে এই ক্যাবলটিও অকেজো রয়েছে
এছাড়া ইন্ডিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (IMEWE) আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন ফাইবার অপটিক ক্যাবল দ্বারা ভারত মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপের সাথে যুক্ত। এই ক্যাবলটিও এখন অকেজো রয়েছে। এর ফলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হচ্ছে। IMEWE ক্যাবল সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। i2i ক্যাবল আগামী ২০ জানুয়ারি, ২০১৭ তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে আর TIC ক্যাবলের ব্যাপারে এখন পর্যন্ত কোন আপডেট জানানো হয় নি। এই ক্যাবল তিনটির মেরামতের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশে ইন্টারনেটের গতি আবারও আগের মতো  স্বাভাবিক হবে


ধন্যবাদান্তে, 
 
মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

No comments:

Post a Comment